মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)।

গতকাল রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই আজিজুর রহমান নাইম এর নেতৃত্বে জেলার সদর উপজেলার হামরকোনা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি ইসমত আলী (৫৮) কে গ্রেপ্তার করেন। এসময় মাদক কারবারি ইসমতের হেফজত থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখা ডিবর এসআই আজিজুর রহমান নাইম জানান, আটককৃত ইসমত আলী মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের হামরকোনা  গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। সে  দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত।  তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন