প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
আগামী ২৩ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে থাস্ট ফর নলেজ মৌলভীবাজার এর মেধা যাচাই পরীক্ষা। পরীক্ষায় অধিক সংখ্যাক শিক্ষার্থীদের অংশগ্রহণ করার লক্ষ্যে অনলাইন এবং অফলাইন (www.tfkmb.com, www.tfkmb.net) উভয় ব্যবস্থায় ফরম পুরণের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২রা মে) বাংলাদেশ সময় রাত দশটায় ইউএসএ, ইউকে এবং বাংলাদেশে অবস্থানরত থাস্ট ফর নলেজ এর সদস্যদের নিয়ে কর্মপন্থা নির্ধারণে ওয়ার্টসঅ্যাপ এর মাধ্যমে ভার্চুায়ালি আলোচনা সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কারের সংখ্যা বাড়ানো, প্রশ্নপত্র প্রণয়ন, গত বছরের মেধা যাচাই পরীক্ষার আয়-ব্যয় হিসাব উপস্থাপন এবং এবছর পরীক্ষা আয়-ব্যায়ের একটি সম্ভাব্য হিসাব উপস্থাপন করাসহ সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। এছাড়া অন্যান্য বছরের ন্যায় এবারও একই ভ্যানু ও সময়ে অর্থাৎ একাটুনা ইউনিয়নের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় সকাল ১১ টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউএসএ প্রবাসী বকসী মামুনুর রহমান, সাধারন সম্পাদক ও উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, সহ-সভাপতি শামীম আহমদ, কোষাধ্যক্ষ বকসী আজমল, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমদ,শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ ও আব্দুল কাইয়ুম প্রমুখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।