প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
গতকাল ৫ মে রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই বিদ্যুৎ পুরকায়স্থসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নের আছকরাবাদ চা বাগানের ভিতর থেকে ছায়েদ আলী (৩৫) নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করেন। এসময় ছায়েদ আলীর হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ছায়েদ আলী কুলাউড়া উপজেলার দিঘলকান্দি গ্রামের ফুরকান আলীর ছেলে।
শনিবার গ্রেপ্তারকৃত ছায়েদ আলীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়ায় গাঁজাসহ মাদক কারবারি ছায়েদ আলী গ্রেপ্তার
শেয়ার করুন