চরফ্যাসন (ভোলা)প্রতিনিধি :
ভোলার চরফ্যাসনে জমি জবর দখলে ব্যার্থ হয়ে মোঃ মুছা বেপারী(৭৫) নামের এক বৃদ্ধের ওপর হামলা ও মারধরে অভিযোগ উঠেছে তার সৎ ভাই নুরনবী ও তার ছেলে রাসেলসহ ৭/৮ জনের একটি সংবদ্ধ চক্রের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় আবদুল্লাহপুর ইউনিয়নের ৮ নম্বর ওযার্ডে বৃদ্ধের বসত বাড়িতে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে রাতেই চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় আহত বৃদ্ধ বাদী হয়ে ৫ জনকে আসামী করে চরফ্যাসন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ মুছা বেপারী জানান, তার বাবার মৃত্যুর আগে তার সৎ মা হোসনে আরা ও সৎ বোন তানিয়াকে ৮ শতাংশ জমি দলিল মুলে লিখে দেন। তাদের ওই ৮ শতাংশ জমি তার ছেলে মহিউদ্দিনের কাছে বিক্রি করেন। তিনি এবং তার ছেলে মহিউদ্দিন ওই জমিতে বাগান ভিটে নির্মান করে ভোগদখলে আছেন। সৎ মায়ের কাছ থেকে জমি কেনায় ক্ষিপ্ত হন সৎ ভাই নুরনবীসহ তার পরিবারের সদস্যরা। সম্প্রতি সময়ে সৎ ভাই নুরনবী তাদের খরিদা জমি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিলেন। এনিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মাতাব্বরদের কাছে শালিশ চলমান আছে।
শনিবার সন্ধ্যায় তার সৎ ভাই নুরনবী ও তার পরিবারের সদস্যরা তার ওই বাগান ও ভিটে বাড়ির গাছের ফলফলদি লুটে নিয়ে জমি জবর দখলের চেষ্টা চালান। খবর পেয়ে তিনি তাদের বাধা দেন। এসময় সৎ ভাই নুরনবী ও তার ছেলে রাসেলসহ ৬/৭ জনের একটি সংবদ্ধ চক্র তার ওপর দু’দফায় অর্ততিক হামলা চালিয়ে মারধর গুরুতর আহত করেন। তার চিৎকারে তার বৃদ্ধা স্ত্রী আনোয়ার বেগম হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও এলোপাতারী মারধর করেন। এঘটনায় তিনি বাদী হয়ে ৫ জনকে আসামী করে চরফ্যাসন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত নুরনবী জানান, তিনি তার বাগানের ফলফলদি নিয়েছেন। ওই খানে তার কোন জমি নাই।
চরফ্যাসন থানার উপ- পরিদর্শক সাহিন জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।