মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (৬ মে) শ্রীমঙ্গল পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম বিদের্শনায় এসআই সজিব চৌধুরী ও এএসআই জিবন বাকতী অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌরসভার সোনার বাংলা রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো: ইউসুফ (৪২) কে গ্রেপ্তার করেন। এসময় ইউসুফের হেফাজত থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। মাদক কারবারি ইউসুফ শহরতলীর বিরাইমপুর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
পুলিশ পরিদর্শক (আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি ইউসুফ এর বিরুদ্ধে ইতি পূর্বে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেয়ার করুন