মো: ফাহিম মোল্লা, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায়, মোঃ সাখাওয়াত হোসেন, অফিসার ইনচার্জ, দঃ আইচা থানা, ভোলার নেতৃত্বে ও জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ০৩টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারিত ২০,০০০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে দঃ আইচা থানা, ভোলা কর্তৃক গত ০১ মে থেকে অদ্য পর্যন্ত বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ০৩টি স্মার্ট ফোন ও ২০,০০০/- টাকা উদ্ধার পূর্বক ০৬ মে ২০২৩ তারিখ রবিবার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন মোঃ সাখাওয়াত হোসেন, অফিসার ইনচার্জ, দঃ আইচা থানা, ভোলা।
এ সময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও দঃ আইচা থানা ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
🖋️Sudip dash/Staff reporter.