মৌলভীবাজার প্রতিনিধি
মৌরভীবাজারের শ্রীমঙ্গলে ৮০ লিটার দেশীয় চোলাইমদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ মে) শ্রীমঙ্গল থানার এসআই এহসানুল হক হীরা, এএসআই মো: এরশাদ মিয়া অভিযান চালিয়ে উপজেরার কালাপুর ইউনিয়নের মাজদিহি চা বাগান থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, মাজদিহি চা বাগানের বলদেও রবি দাসের ছেলে বাবু লাল রবিদাস ও অবিনাথ কর্মকারের ছেলে নিতাই কর্মকার। এসময় পুলিশ তাদের হেফাজত থেকে দেশীয়ও তৈরি ৮০ লিটার চোলাইমদ উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।