প্রতিবেদন,মো:কাওছার ইকবাল:
জাতীয় পর্যায়ে ২০২১ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের লিখিত ও মৌখিক মূল্যায়নে শ্রীমঙ্গলের ৭ জন কাব শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২১ সালে শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষা দিয়ে ৭ জন অ্যাওয়ার্ড লাভ করেছে। বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতর থেকে সদ্য প্রেরিত উত্তীর্ণ কাব স্কাউটগণের তালিকায় সিলেট বিভাগে একক ইউনিট হিসেবে সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষার্থী। তারা হলো ঐত্রেয়ী দেব স্মৃতি, ফাহিম জালাল জিসান, আনুষ্কা সরকার, নিশাত তাসনিম আনিকা, অর্পিতা গোস্বামী অপি, পলি চৌধুরী, ফারিহা জালাল জ্যোতি। প্রধান শিক্ষক জহর তরফদারের নেতৃত্বে ইউনিট লিডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মোঃ আবুল কাশেম ও অনিতা দেব। উল্লেখ্য, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে ২০২১ সালে ১২ জন কাব স্কাউট শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৭ জন শাপলা কাব অ্যাওয়ার্ড লাভ করে।