কুলাউড়ায় দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে দেশীয় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) রাতে কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের ১২ নং শ্রমিক লাইনের রামভজন রবিদাসের বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে মতিলাল রবিদাস ও অরুন রায় নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ। এসময়  আটককৃতদের কাছ থেকে ২টি প্লাস্টিকের ড্রামে  ১৭০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক বাজার মূল্য প্রায় ৫১ হাজার টাকা বলে জানায় পুলিশ।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন