কুলাউড়ায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদন,মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১ কেজি গ্ঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (২০ মে) রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাশ, এএসআই নাজমুল হোসেন ও ফুলমিয়া অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন হাসপাতাল রোড থেকে মাদক কারবারি মো: ময়জুল ইসলাম (৩৪) গ্রেপ্তার করেন। এসময় ময়জুলের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। মাদক কারবারি ময়জুল ইসলাম  ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলালপুর  গ্রামের  মন্তর মিয়ার ছেলে। অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান,  গ্রেপ্তারকৃত ময়জুল ইসলামের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন