প্রতিবেদন,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ মে) রাতে শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন, এসআই মো: আলাউদ্দিন ও রফিকুল ইসলাম অভিযান চালিয়ে শহরের পৌর এলাকার উকিলবাড়ী রোড থেকে মাদক কারবারি আবু জাফর মো: তাহমিদ চৌধুরী কামিল (৩৯) কে গ্রেপ্তার করেন। পুলিশ তল্লাশী চালিয়ে কামিলের হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে। মাদক কারবারি কামিল শহরের পৌর এলাকার গুহরোডের মৃত ফাত্তাহ আহমেদ চৌধুরীর পুত্র। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি কামিলের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ৩টি মাদক মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। রোববার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করে শ্রীমঙ্গল থানা পুলিশ।