শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার


প্রতিবেদন,শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলবীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার (২১ মে) দুপুর ২টায় শ্রীমঙ্গল শাহীবাগ আবাসিক এলাকার একটি কলোনি থেকে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করেন বনপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, দুপুরে শাহীবাগ এলাকায় কলোনির বাসিন্দারা একটি লজ্জাবতী বানর দেখে আতঙ্কিত হয়ে শ্রীমঙ্গল থানায় ফোন করেন। পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সর্দার বানরটিকে উদ্ধার করতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে শাহীবাগ এলাকার কলোনি থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করেন সজল দেব। উদ্ধার করা লজ্জাবতী বানরটিকে বিকালে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসামের কাছে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

 

শেয়ার করুন