মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়নের ২০২৩/২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার (২২ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়ন চেয়ারম্যান মো: দুধু মিয়ার সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়। ইউনিয়ন পরিষদের সচিব দ্বিজেন্দ্র লাল দাশ এর সঞ্চালনায় বাজেট ঘোষনা অনুষ্টানে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড সদস্য মহসিন আহমেদ, সদস্য মো: শাহজাহান মিয়া, মারুফ মিয়া, পিয়াস দাশ. মানিক মিয়া, শফিকুল ইসলাম লিটন, নুরুল আমিন, মহিলা সদস্য মালেকা বেগম, ফিরোজা বেগম ও রিনা বেগম প্রমুখ। সভায় আয় নির্ধরণ করা হয়েছে ২০২৩/২৪ অর্থ বছরে ১ কোটি ৯৫ লক্ষ ৬৫ হাজার ২১৬ টাকা। আর ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৩৯২ টাকা। অবশিষ্ট উদ্বৃদ্ধ ১ লক্ষ ২৫ হাজার ৮২০ টাকা রাখা হয়েছে। এছাড়াও বাজেট ঘোষনা অনুষ্টানে পরিবার পরিকল্পনা পরিষদের জিয়াউল হোসেন ও স্থানীয় মুরব্বী আব্দুল জব্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।