শ্রীমঙ্গলে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ”স্মার্ট ভুমি সেবায় ভমি মন্ত্রনালয়” এ প্রতিপাদ্য নিয়ে এক সপ্তাহব্যাপী সারাদেশে ভুমি সপ্তাহ ২০২৩ পালিত হচ্ছে। এ  উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (২২ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা ভমি অফিস প্রাঙ্গণে উপজেলা ভুমি অফিসের আয়োজনে আলোচনা সভায় ভাচ্যুয়ালিভাবে যুক্ত হয়ে প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ বলেন, স্মার্ট ভুমি সেবা ব্যবস্থা গড়ে তোলতে ইউনিয়ন পর্যায়ে ভমি সংস্লিষ্টদের আরো দক্ষ হতে হবে। ভুমি সেক্টরে কর্মরতদের ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলেতে না পারলে, ভুমি সেক্টর থেকে দুর্নীতি বন্ধ করা যাবেনা। ইউনিয়ন পর্যায়ে চেয়াম্যানদের নেতৃত্বে ভুমি মালিকদেরও  সেমিনার-সভা করে ভুম সংক্রান্ত বিষয়ে সচেতন করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য  উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ। এছাড়াও অনুষ্টানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র  শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন