মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার রাজনগরে জুয়ার আসরে হানা দিয়ে ১২জন জুয়াড়ীকে আটক করেছে ুলিশ।
গতকাল (২২ মে) গভীর রাতে রাজনগর থানার এসআই সুলেমান আহমদ, এসআই মোহাম্মদ আজিজুল গাফফার, এসআই উবায়েদ আহমদসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আমিরপুর গ্রামের জনৈক ছালিক মিয়ার বাড়িতে জুয়ার আসরে হানা দিয়ে ১ ডর্জন জুয়াড়ীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, বদরুল মিয়া, অলিউর রহমান, সাজাদ মিয়া, মাফাজ্জল হোসেন ইয়ামিন, শাহ আলম, রিপন মিয়া, আফাং মিয়া, এমন মিয়া, আছিদ মিয়া, বিলাল মিয়া, দুলাল মিয়া ও আবাছ মিয়া। এসময় জুয়া খেলার সরঞ্জাম ৩ বান্ডিল তাস ও নগদ ২৯১০ টাকা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
রাজনগর থানার অফিসার বিনয় ভূষন রায় জানান, আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে রাজনগর থানায় জুয়া খেলা আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজারে জুয়ার আসর থেকে ১২জন জুয়াড়ী আটক
শেয়ার করুন