মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাইকৃত ৪টি গরুসহ একজনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।
গতকাল (২৪ মে) বিকেলে কুলাউড়া উপজেলার হাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৪টি চোরাইকৃত গরুসহ ছয়ফুল মিয়া (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কর্মধা ইউনিয়নের হাসিমপুর গ্রামের ছয়ফুল মিয়ার বাড়ি থেকে ৪টি চোরাই গরু উদ্ধরসহ ছয়ফুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জানান, চোরাই গরুসহ গ্রেপ্তারকৃত ছয়ফুল গরুগুলোর মালিকানা সংক্রান্ত কোনো সঠিক তথ্য দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গরুগুলোর প্রকৃত মালিক এখনো পাওয়া যায়নি। কেউ মালিকানা দাবি করলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় আটককৃত ছয়ফুল মিয়াসহ পলাতক এক আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় পেনাল কোডের ৪১১/১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।