মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে কর আইনজীবিদের আয়কর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে মৌলভীবাজার জেলা কর আইনজীবি সমিতির আয়োজনে বার হলে আয়কর বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কর অফিসের উপকর কমিশনার (সার্কেল–১৩) এনামুল হাসান আল নোমান।
কর আইনজীবি সমিতির সভাপতি বদরুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুল হোসেন চৌধুরী মুকুলের সঞ্চালনায় অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আইনজীবি মাহমুদুর রহমান, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন ও জেলা ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।
সভায় আয়কর আইনের বিভিন্ন বিষয় বিষদ আলোচনা হয়। প্রবাসী অধ্যূষিত মৌলভীবাজার জেলায় আয়কর দাতাদের মধ্যে অনেকের এই আইন সম্পর্কে সাধারণ ধারনা না থাকায় ছোট ছোট কিছু ভূল হয়ে থাকে। ফলে রিটার্ন জমা দিতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। এই ভুলগুলো সংশোধন করা গেলে ভোগান্তি কমে যাবে এবং দ্রæততম সময়ে যথাযথ সেবা পাবেন আয়কর দাতারা।