প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সিন্দুরখাঁন ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩০ মে) শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন এর সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদের সচিব হিমাদ্রী দেব ইউনিয়নের বার্ষিক বাজেট ঘোষণা করেন। এসময় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে ১ কোটি ৩ লক্ষ ৭৪ হাজার ৬২৫ টাকা আয় ও ১ কোটি ৩ লক্ষ ৬৮ হাজার ৫৬০ টাকা ব্যায় নির্ধারন করা হয়। উদ্ধৃত রাখা রাখা হয় ৬ হাজার ৬৫ টাকা। এছাড়াও বাজেট ঘোষণা অনুষ্টানে ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।