প্রতিবেদন,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়াড়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আজিজুর রহমান নাঈমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা রোডের নতুন বাজার রোডস্থ এম ইসলাম ট্রেডিং এর পেছনে চা পাতার গোডাউনের গলি থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২ হাজার ২৮০ টাকা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
আটককৃত জুয়াড়ীরা হলেন, মো: নুরুল ইসলাম (৩২), মো: মাহফুজ মিয়া (৩৪), মো: বদরুল (৩৪), মো: আরিফ হোসেন (২৪), মো: আক্তার হোসেন (৩০), সাদ্দাম হোসেন রনি (২৪) ও মো: আক্তার হোসেন (৩৬)।
আটককৃত ৭ জুয়াড়ীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।