শ্রীমঙ্গলে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার


প্রতিবেদন,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মদ ও এসআই রাকিবুল হাছান এর নেতৃত্বে পুরিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার মৌলভীবাজর সড়কের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে ইয়াবাসহ মাদক কারবারি আব্দুল হাই রবিন (২৪) ও রিফাত চৌধুরী (২৪) কে গ্রেপ্তার করেন। পরে তাদের কাছ থেকে ২৫পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত রবিন শহরতলীর পূর্বশ্রীমঙ্গল এলাকার আব্দুল আহাদ সাজুর ছেলে ও রিফাত সিলেটের বিশ^নাথ উপজেলার কুনারাই গ্রামের জসিম চৌধুরীর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন