বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী::

মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩।

সোমবার (৫ জুন) সাকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজনে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয় করা হয়। পরে শিল্পকলা হল রুমে পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস) সুদর্শন কুমার রায়, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মঈদুল ইসলাম। র‌্যালী ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। এচাড়াও জেলার শ্রীমঙ্গল উপজেলায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩। সকালে পরিবেশবাদী সংগঠন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষরোপন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. সাহারাব ইসলাম রুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম ফজলুল হক, উপ পরিদর্শক মো. রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আলকাছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়সল আহমেদ প্রমুখ। এছাড়াও পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটি বৃহত্তর সিলেট অঞ্চলের সভাপতি সালাউদ্দিন, সহ-সভাপতি আমজাদ ইসলাম খাঁন, সম্পাদক পরিমল সিং বারাইক, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা আঁখিসহ সংগঠনের  অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির দেড় শতাধিক বৃক্ষের ছারা রোপণ করেন। সবাই মিলে করি রুপণ- বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস।

 

শেয়ার করুন