মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ২ প্রতিষ্টানকে জরিমানা

প্রতিবেদনএম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারে ভোক্তার অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জুন) দুপুরে মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্রীমঙ্গল রোড বাসস্টেন্ড এলাকায় তদারকি ও অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশের একটি টিমের সহায়তায় চলা অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বাস স্ট্যান্ডে অবস্থিত সাজ্জাদ স্টোরকে ৫ হাজার টাকা, খান স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

 

শেয়ার করুন