প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরুধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
বুধবার (৭ জুন) সকাল ১১টায় মৌলভীবাজারের জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ডে/নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্টিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। এছাড়াও জেলা প্রশান ও যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারে কর্মরত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।