প্রতিবেদন, মো: কাওছার ইকবাল,শ্রীমঙ্গল:
ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির পক্ষ থেকে কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখযোদ্ধা হিসেবে ভূমিকা রাখায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক মো: জাবেদ উদ্দিন কে এই সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির প্রধান কার্যালয়ে অনারম্ভর আয়োজনের মাধ্যমে আমেরিকা প্রবাসী মো: জাবেদ উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়। সমিতির সাবেক সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং হাউজ বিল্ডিং ফাইনেন্স কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির মাহমুদের সভাপতিত্বে ঢাকায় আগত আমেরিকা প্রবাসী মো: জাবেদ উদ্দিনকে মৌলভীবাজার জেলা সমিতি ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানায়। এড. জসিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট এর সিনিয়র আইনজীবী এড. তবারক হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলা সহ নির্বাহী কমিটির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।