রাজনগরে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার রাজনগরে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার হয়েছে।
শুক্রবার (১০ জুন) গভীর রাতে রাজনগর থানার এসআই সুমন চন্দ্র হাজরা, এসআই সুলেমান আহমদ, এসআই উবায়েদ আহমদ, এসআই মো: তোফায়েল আহম্মেদ, এএসআই চিত্তরঞ্জন বিশ্বাস, এএসআই আকছির মিয়া, এএসআই সোহরাব হোসেন সহ পুলিশের পৃথক পৃথক টিম অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুন নূর, স্বপন মৃধা প্রকাশ নয়ন, সুরেন মৃধা, স্বপন মৃধা প্রকাশ সেলেন ও সুভাষ মৃধা। আটককৃতরা আসামিরা রাজনগর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন