প্রতিবেদক,শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭ বালক) ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা (অনুর্ধ্ব ১৭ বালিকা) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। ফাইনাল খেলায় কালাপুর ইউনিয়ন একাদশ টিম (বালক) ১.০ গোলে পরাজিত করে মির্জাপুর ইউনিয়ন একাদশ টিম চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় (বালিকা অনুর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কালিঘাট ইউনিয়ন একাদশ টিম (বালিকা) ৪.৩ গোলে পরাজিত করে কালাপুর ইউনিয়ন একাদশ (বালিকা) টিম জয়লাভ করে।
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের সমাপনি অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। পুরস্কার বিতরণী অনুষ্টানে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবসহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্টানে শ্রীমলের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।