শ্রীমঙ্গলে দুই দিনে বজ্রপাতে ২জন নিহত আহত ৯


প্রতিবেদন,ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনে বজ্রপাতে ২জন নিহত ও ৯জন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা-বাগানের চা শ্রমিক রিপন কালেন্দি (২৮) নামের এক চা শ্রমিক বজ্রপাতে মৃত্যুবরণ করেন। সে জাগছড়া চা বাগানের নরেশ কালেন্দির ছেলে। এছাড়াও বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের মাকড়িছড়া চা বাগানে বজ্রপাতে আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, অনিতা মালী (২৩) ও বিশাকা রায় (২৫)। এছাড়াও গতকাল ১৬ জুন উপজেলার ভুনবীর ইউনিয়নের একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কর্মরত ১২ বছরের এক শিশু নিহত হয়। এছাড়াও একই দিনে উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে আরও ৭জন আহত হয়েছিলেন। শ্রীমঙ্গল উপজেলা মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান জানান, ‘রিপন কালেন্দী নামে এক চা শ্রমিক-কে জাগছড়া চা বাগান এলাকা থেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। সে বজ্রপাতে মারা গেছে। আর মাকড়িছড়া চা বাগান থেকে আহত অবস্থায় আসা দুইজন চা শ্রমিককে চিকিৎসা দেয়া হয়েছে। বজ্রপাতে নিহত চা শ্রমিক রিপনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন