-
চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি\
-
ভোলার চরফ্যাসনে পূর্ব শত্রæতার জের ধরে কৃষককের খামারের প্রায় শতাধিক বড়াই গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সিরাজ সরদারের ছেলে মো. মিলন ও খোকন নামের দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চর কলমী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃষক আরিফের খামারের এঘটনা ঘটে।এঘটনায় কৃষক আরিফ বাদী হয়ে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
-
কৃষক আরিফ অভিযোগ করেন, একই গ্রামের সিরাজ সরদারের ছেলে মো. মিলন ও খোকন সাথে তার সাথে কথার কাটাকাটির ঘটনা ঘটে। স্থানীয়রা ওই ঘটনাকে তৎক্ষনিক মিমাংসা করে দেন। এসময় ক্ষুদ্ধ মো. মিলন ও মো. খোকন তাকে দেখে নেয়ার হুমকি ও তার চাষকৃত বড়াই গাছের খামার নষ্টের হুমকি দেন।
-
কিছুদিন অতিবাহিত হতেই ওই চক্র রাতের আধাঁরে তার খামারে গিয়ে তার চাষকৃত প্রায় শতাধিক বড়াই গাছসহ পেঁপে গাছ কেটে ফেলেন। প্রতিদিনের মতো সকালে খামারে গিয়ে তার রোপন করা গাছ তিনি কাটা পরে থাকতে দেখে স্থানীয় গন্যমান্যদের জানিয়ে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
-
অভিযুক্ত মো. মিলন ও মো. খোকন জানান, তাদের সাথে ঝগড়া হয়েছে তবে তাদের খামারের বড়ই গাছ কাটার বিষয়টি সঠিক নয়।
-
শশীভূষণ থানার ওসি মু. এনামূল হক জানান , অভিযোগটি খাতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
কৃষককের খামারের বড়াই গাছ কেটে সাবার করলো প্রতিপক্ষরা
শেয়ার করুন