ভাতিজার ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টা চাচার বিরুদ্ধে

 

মো.ফাহমি মোল্লা

ভোলার চরফ্যাসনে ভাতিজার খরিদা কোটি টাকা মুল্যের ১ একর ১৫ শতাংশ জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্বপন কুমার দাস নামের এক ভূমি খেঁকো চাচার বিরুদ্ধে। তার ভোগদখলীয় জমি হাতিয়ে নিতে চাচা স্বপন কুমার দাসের মামলা হামলার হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি এবং তার পরিবার।

গত শনিবার চরফ্যাসন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করে ভাতিজা পার্থ স্বারর্থী কুমার দাস। পার্থ স্বারর্থী কুমার দাস লিখিত বক্তব্যে জানান, পৌরসভার ৬নং নম্বর ওয়ার্ডে তিনি এস এ ১৭৭ ও ১৭৮ , ১৯৬ ও হাল ডিপি ৩০৪১ ও ৩১৪৮ নং খতিয়ানে তার দাদার ওয়ারিশ থেকে ১৯৯৭ সনে ১ একর ১৫ শতাংশ জমি খরিদ করে ভোগ দখলে আছেন। পরবর্তীতে ওই সনে চাচা স্বপন কুমার দাস ওই খতিয়ানে কিছু জমি খরিদ করে ভোগ দখলে আছেন। সম্প্রতি সময়ে তিনি তার খরিদা জমি থেকে কিছু জমি বিক্রি করে দেন। আমার খরিদা জমি বিক্রির পর থেকেই চাচা স্বপন কুমার দাস ওই জমি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেন। বর্তমানে তিনি আমার খরিদা প্রায় কোটি টাকা মূল্যের ১ একর ১৫ শতাংশ জমি হাতিয়ে নিতে হুমকি ধামকি দিয়ে আসছেন। এনিয়ে তার সাথে আমার বিরোধ চলমান নিয়ে একাধিক শালিশ বৈঠক হয়।

চাচা স্বপন কুমার দাস প্রভাবশালী হওয়ায় শালিশ বৈঠক উপেক্ষা করে তার জমি জবর দখলের চেষ্টা করেন। জমি জবর দখলে ব্যর্থ হয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের মামলা হামলার হুমকি দিয়ে আসছেন। ভূমি খেঁকো চাচার অব্যহত হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতার রয়েছে তার পরিবার। প্রভাবশালী চাচার অব্যহত হুমকি ধামকি ও জমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তিনি।

অভিযোগ প্রসঙ্গে স্বপন কুমার দাস বলেন, ওই খতিয়ানে আমার ও খরিদা জমি রয়েছে। ভাটোয়ারা ছাড়াই তারা জমি বিক্রি করছে। এনিয়ে বিরোধ চলমান আছে।

শেয়ার করুন