প্রতিবেদক,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৯জনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ৯ আসামিকে শনিবার (২৪ জুন) সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক টিম পৃথক শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সিআর-২৬১/০৭ (বন) মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি বলাই সাওতাল, সিআর-৯৭/২৩ (সদর) এর পরোয়ানাভুক্ত আসামি আকবর আলী, জিআর-৩২০/২২ (শ্রী) এর পরোয়ানাভুক্ত আসামি আব্দুল হক, জিআর-২৭৭/২২ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামি সাধু পটনায়েক, জিআর-১৭/১৮ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামি সীমান্ত পটনায়েক, সিআর-২০৫/২৩ (শ্রী:) সবুজ আহমেদ, ননজিআর-৮১/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি মো: মাহফুজুল ইসলাম ফাহাদ, জিআর-২৭৫/২০১৬( শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি বাবুল গোস্বামী, শ্রীমঙ্গল থানার মামলা নং-০৫(০১)২০২৩ইং এর এজাহারনামীয় আসামি জয়নাল হাজারী।