মৌলভীবাজারে সহকর্মীদের হামলায় হোটেল কর্মচারি মৃত্যু, আটক ১

প্রতিবেদন,ষ্টাফ রিপোর্টার,জালালাবাদবার্তা ডটকম:
মৌলভীবাজার শহরের খানদানী রেস্টুরেন্টে সহকর্মীদের হামলায় তানিম নামের এক কিশোর কর্মচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে নিহত কিশোর তানিম এবং রেষ্টুরেন্টের কর্মচারী জালালের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তানিমের হাতে থাকা বেøড দিয়ে জালালের হাতে আঁচড় দেয়। এঘটনার জেরে জালাল ও রেষ্টুরেন্টে সংলগ্ন পান দোকানদার মিলে শনিবার ২৪ জুন রাতে তানিমকে পিঠিয়ে গুরুত্বর আহত করে কক্ষে ফেলে রাখে। বিষয়টি রোববার সকালে জানাজানি হলে পরিবারের সদস্যরা তানিমকে রেষ্টুরেন্টের কক্ষ থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তানিমের মৃত্যুর সংবাদ বিকেল সাড়ে ৩ টায় ছড়িয়ে পড়লে রেস্টেুরেন্টের অন্যান্য কর্মচারীরা পালিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান জানান, জালাল নামের একজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

 

শেয়ার করুন