শ্রীমঙ্গলে রন্ধন প্রতিযোগিতা ‘পাকা রাধুনী’ অনুষ্ঠিত


প্রতিবেদক,আমিনুর রশিদ চৌধুরী রুমন,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রন্ধন প্রতিযোগীতা (পাকা রাধুনী) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জুন) সকাল ১১টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কের একটি কমিউনিটি সেন্টারে নকশী কাঁথা ফাউন্ডেশনের উদ্যোগে রন্ধন প্রতিযোগিতা (পাকা রাধুনী) অনুষ্টানের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। নকশী কাঁথা ফাউন্ডেশন এর পরিচালক প্রশিক্ষক জেসমিন সুরুজ জুই এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সন্দীপ তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ জালাল, পৌরসভার কাউন্সিলর মো: মসুদুর রহমান মসুদ, তানিয়া আক্তার, সারমিন চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, মিতালি বিউটি পার্লারের স্বত্বাধিকারী, নারী উদ্দোক্তা মৌলভীবাজার জেলা প্রধান সমন্বয়ক মিতালি দাস ও সাংবাদিক আমিনুর রশিদ চৌধুরী রুমন প্রমূখ। পরে প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন