শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৭

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ১ বছরের পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পরোয়ানাভুক্ত এক আসামিসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিআর-৬২২/১৯ (চুনারুঘাট) বর্তমানে শ্রীমঙ্গল শান্তিবাগ এলাকার বাসিন্দা ১ বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো: মিজান মিয়া, জিআর-৩৮৯/২০১৯ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি সুজন রাউটিয়া, নারী ও শিশু মামলা-১১৭/২০১৮, পিটিশন মামলা-৪৯/২০১৮ এর পরোয়ানাভুক্ত আসামি তোফাজ্জল হোসেন, সিআর-২২৪/২৩ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি মো: দুলাল মিয়া, ফৌজদারী-৪৮/২১ মামলার পরোয়ানাভুক্ত আসামি তারেকুর রহমান পাপ্পু, পরিচালক- হিমাচল ট্যুরিষ্ট লজড, জিআর-৩০০/২০২০( শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামি সুজিত ভৌমিজ ও শ্রীমঙ্গল থানার ,এফআইআর নং-২১, এর আসামি আব্দুল করিম (৩০)।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত ৭ আসামিকে আজ সোমবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন