কুলাউড়ার কুখ্যাত ডাকাত লায়েক পুলিশের হাতে আটক


প্রতিবেদক,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক ডাকাতি মামলার আসামি কুখ্যাত ডাকাত লায়েক উদ্দিনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।
মঙ্গলবার (৪ জুলাই) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই মো: আব্দুল আলীমসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান এলাকা এলাকা থেকে একাধিক ডাকাতি মামলার আসামি কুখ্যাত ডাকাত লায়েক উদ্দিন (২৬) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত লায়েক কুলাউড়া উপজেলার খাদিমপাড়া গ্রামের চিহৃত ডাকাত কুতুব উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারকৃত ডাকাত লায়েক জিআর ৩৮/১২ (মোগলাবাজার), জিআর ২৬১/১৬ (কুলাউড়া) ও জিআর ৬২/১৮ (কানাইঘাট) মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত হয়ে পলাতক ছিল।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত লায়েক ডাকাতের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তার বাবাও চিহৃত একজন ডাকাত ছিলেন। সকালে তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন