জলদস্যুদের হামলা,২ জেলে অপহরণ, আহত ১৩

  •  চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি.

  • ভোলার মনপুরার সাগর মহনার মেঘনা নদীতে তিনটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে দুই জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এসময় জলদস্যুদের হামলায় ১৩ জেলে আহত হয়েছেন অপহৃত জেলেরা হলেন উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে আব্দুর রহিম ও সুজন। মহিউদ্দিন বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছেন আড়তদার বাবু মোহনলাল চক্রবর্তী ও জেলে পরিবারের সদস্যরা। এছাড়া তাদের অভিযোগ, অপহৃত জেলেদের মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করছে জলদস্যু বাহিনী।

  • এঘটনায় আহতরা হলেন- সাহেদ, সাগর, শামীম, সাহিদ, জুয়েল, মহিউদ্দিন, হাবিব, শরিফ, রাসেদ, ছিদ্দিক, জাহাঙ্গীর, নিজাম ও কালু। তাদের সবার বাড়ি একই এলাকায়। জেলে ও আড়তদার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৫ জুলাই) রাতে মনপুরা ও নোয়াখালীর হাতিয়ার সীমান্তবর্তী উড়ির চর এলাকা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় তিনটি ট্রলারে হানা দেয় মহিউদ্দিন বাহিনী। এসময় জলদস্যুরা শর্টগান দিয়ে গুলি ছোড়ে। দস্যুরা একে একে তিন ট্রলারে থাকা জেলেদের মারধর করে মাছ, রসদ ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। দস্যুরা যাওয়ার সময় দুই ট্রলার থেকে রহিম ও সুজন মাঝিকে অপহরণ করে হাতিয়ার গহীন অরণ্যে নিয়ে যায়। পরে অপহৃত দুই জেলের পরিবারের সদস্যদের মোবাইলে ফোন করে মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা দাবি করে জলদস্যুরা। এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত জেলেদের উদ্ধারে মনপুরা থানার পাশাপাশি হাতিয়া থানার পুলিশ সদস্যরা কাজ করছে। এছাড়া নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন