প্রতিবেদন,ষ্টাফ রিপোর্টার জালালাবাদবার্তা ডটকম:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তারণ্যের জয়যাত্রা সফল করতে যুবলীগের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে তারণ্যের জয়যাত্রা সফল করতে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের উদ্যোগে মতবিনিসয় সভা অনুষ্টিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ মোতাবেক আগামী ৯ জুলাই “তারুণ্যের জয়যাত্রা” সফল করার লক্ষ্যে আগামীকাল ৮ জুলাই শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সঙ্গে মত বিনিময় সভা অনুষ্টিত হবে। সেই সভাটি সফল করার লক্ষ্যে উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দরা প্রস্তুতি সভা করেছি। আগামী ৯ জুলাইয়ের কর্মসূচি সফল করতে আমরা আগামীকাল কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করবো। আজকের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সাধারণ সম্পাদক মো. সালেহ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সোহেলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।