মৌলভীবাজারে যুবলীগের উদ্যোগে তারণ্যের জয়যাত্রা সমাবেশ


প্রতিবেদন,নিজেস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারণ্যের জয়যত্রা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
রোববার (৯ জুলাই) বিকেলে মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্যোগে পৌরজনমিলন কেন্দ্রে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে তারণ্যের জয়যত্রা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। কেন্দ্রীয় যুবলীগের উপ মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা মহসিন এর সঞ্চালনায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. খালেদ শওকত আলী। সমাবেশে মৌলভীবাজার জেলার সদর উপজেলা, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর বাংলাদেশকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা। সমাবেশে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগনকে সাথে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানানো হয়।

শেয়ার করুন