সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ হয়েছেন মৌলভীবাজারের ওসি, ডিবি ওসি ও এসআই


প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
সিলেট রেঞ্জের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় মৌলভীবাজার মডেল থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার ওসি, কুলাউড়া থানার একজন এসআই, শ্রীমঙ্গল থানার একজন এসআই ও রাজনগর থানার একজন এসআই শ্রেষ্ট নিবর্িাচিত হয়েছেন।
রোববার (১০ জুলাই) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় কর্তৃক আয়োজিত সিলেট রেঞ্জের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ অফিসারদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম। ছাড়া মামলা তদন্ত ও ওয়ারেন্ট তামিলে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার, সারা রেঞ্জে চাঞ্চল্যকর ক্লুলেস মামলা রহস্য উদঘাটনে ভূমিকা রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম ও রাজনগর থানার এসআই মো. শওকত মাসুদ ভূইয়া।
শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ অফিসারদের মধ্যে সনদপত্র ও পুরস্কারের নগদ অর্থ তোলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার)

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট) মো. হুমায়ূন কবীর, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) মো. জেদান আল মুসা, সিলেট পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ। এছাড়া সিলেট রেঞ্জাধীন পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানসহ র‌্যাব-৯, সিলেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিনিধিরা।

শেয়ার করুন