প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাউ) বিকেলে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার এএসআই রইস আলীর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকার বিএনএসবি চক্ষু হাসপাতালের পেছন থেকে উজ্জল বৈদ্য নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল বৈদ্য মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন ছড়ারপাড়া এলাকার হরি বৈদ্যর ছেলে। এসময় গ্রেপ্তারৃতের কাছ থেকে ৭৭পিছ ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে