প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার: এডিস মশার উপদ্রব ও সারাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়াতে থাকায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা প্রশাসন থানা কম্পাউন্ড ও আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন এর উপস্থিতিতে থানা কম্পাউন্ড ও থানার আশপাশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এসময় থানা কম্পাউন্ডসহ আশপাশ এলাকায় পরিস্কার করে মশা মারার ঔষুধ ছিঁটিয়ে পরিচ্ছন্নতা শুরু করা হয়।
অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সারাদেশে এডিসমশার উপদ্রব ও ডেঙু রোগী বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডসহ আশপাশের এলাকায় মশার ঔষুধ ছিঁটানো হচ্ছে। এসময় তিনি, এখন থেকে নিয়মিত থানা ভিতর ও বাহির পরিস্কার পচ্ছিন্ন রাখতে খানার পরিচ্ছন্নতা কর্মীকে নির্দেশ দেন। জণসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, এডিসমশা এখন সারাদেশে ছড়িয়ে পড়েছে। দেশে প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে। এডিসমশা দিনে ও রাতে সমানতালে ডেঙ্গু ছড়াচ্ছে। আপনারা বাসা-বাড়িরসহ আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু প্রতিরোধ করুন। এসময় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।