দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

  • চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • ভোলার মনপুরা উপজেলার কাজির চরে জমি সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। থানায় অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১২জুলাই) দুপুরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে দুই গ্রুপ বিতর্কে জড়িয়ে পড়ে। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরে লাঠিশোঠা দিয়ে পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনায় পুলিশের এসআই সাগর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে এবং আরও ৫ কনস্টেবলসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে জামাল ফরাজি, বাহার ফরাজি, ফারুক ফরাজির নাম তাৎক্ষনিকভাবে পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য মনপুরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শেয়ার করুন