শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

প্রতিবেদন,নিজেস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও প্রথম সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামের পৌর বিএনপির নবগঠিক আহ্বায়ক কমিটির প্রথম সভা ও পরিচিতি সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান ভার্চ্যয়াল ভাবে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু। পৌর বিএরপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মীর এম এ সালাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ আতাউর রহমান (লাল হাজী) শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, বিএনপি নেতা মো. আতিকুর রহমান জরিফ। এছাড়াও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলকাস মিয়া, সদস্য সচিব মো. নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন