মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেপ্তার হয়েছে।
রোববার (১৬ জুলাই) রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নির্দেশে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে ফয়সল রাজা (৩০), মো: জামাল মিয়া (৩৭), সুবেল প্রকাশ কনা মিয়া (২৫), কে গ্রেপ্তার করেন। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও চুরি হওয়া একটি ট্রাক্টর উদ্ধার করেন পুলিশ সদস্যরা। এছাড়াও পরোয়ানা ভুক্ত আসামি খয়রুল মিয়া, রুমা বেগম, মো. ফয়সল মিয়াসহ ৭ আসামিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেন রাজনগর থানা পুলিশের পৃথক টিম। অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, বিভিন্ন অপরাধের গ্রেপ্তারকৃত ৭ আসামিকে রোববার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।