মৌলভীবাজারে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে ১ কোটি টিসিবি ফ্যামিলি কার্ডধারী উপকারভোগী পরিবারের মধ্যে অর্থ বছরের টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) সকালে মৌলভীবাজার জেলার সদর উপজেলার সৈয়ারপুর স্কুল রোড, পল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়।

শেয়ার করুন