নবীগঞ্জ আশরাফুল বারী খোকন উপর সন্ত্রাসীর হামলা থানায় অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের আশরাফুল বারী খোকনের বাড়িতে সন্ত্রাসীর হামলা করে যাচ্ছে।এমনকি হত্যা হুমকি হুমকি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আশরাফুল বারী খোকন নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, একদল সন্ত্রাসী, প্রতিনিয়ত মারামারিসহ বিভিন্ন কর্মকান্ড চালিয়ে আসছে। এদের নির্যাতনের আশরাফুল বারী খোকন ঠিকমতো চলাফেরা করতে পারছে না। আশরাফুল বারী খোকন অভিযোগ করেন বলেন সন্ত্রাসী, চাদাবাজ, লাঠিয়াল, দাঙ্গাবাজ, অত্যাচারী পরসম্পদ লোভী,সাধারণ মানুষকে অত্যাচার করে আসছে। দীর্ঘদিন যাবত আমাকে প্রানে মারার হুমকি দিয়েছে। আমাদের পরিবারের উপর বিভিন্ন ক্ষতি করার লিপ্ত থাকে। আজ ১৬জুলাই সকাল ১০ঘটিকায় সময় কে বা কারা আমার সুপারি গাছ ও বাশের বেড়া পুড়াইয়া আগুনে পুড়ে প্রায় ৪০,০০০হাজার টাকা ক্ষতি করে। তারপর পুকুর পাড়ে মাটির নিচে ড্রেন করে পুকুরের মাটি কাটার লোক দিয়ে মাটি কেটে নিয়ে যায়। আমি ঘর থেকে বের হলে মাটি কাটার লোককে নিষেধ দিলে বিবাদী আমার দিকে উত্তেজিত হয়ে মাটি কাটার কোদাল নিয়ে আমাকে প্রানে মারার জন্য আগাইয়া আসিলে আমি ডাক চিৎকার করিয়া দৌড়াইয়া কোনরকম প্রাণে বেঁচে যাই। কে এই সন্ত্রাসী তাও জানি না আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জিনিস ক্ষতি করে যাচ্ছে। তারা যে কোনো সময় আমার জান মালের ক্ষতি করতে পারে। ঘটনাটি আমি কিছু লোকজন কে অবগত করে রাখি। তারপর নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি।

শেয়ার করুন