চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি
রাত পোহালেই ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ১৬ নং মুজিবনগর ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৫ জুলাই) বিকালে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রযোজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ভোট গ্রণের জন্য প্রস্তুত করা হয়েছে মোট ৯ টি ভোট কেন্দ্র। ওই ইউনিয়নে ভোটার সংখ্যা রয়েছে ৯ হাজার ৫৩৫ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি রয়েছেন আইন-শৃখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। এছাড়াও মাঠে কাজ করবেন ৬ জন ম্যাজিষ্ট্রেট। যেকোন পরিস্থিতি মোকাবিলায় আরো রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। এসব বিষয়ে নিশ্চিত করে সুষ্ঠু ভোট গ্রহনের আশা প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন। বিচ্ছিন্ন দ্বীপ ১৬ নং মুজিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া (নৌকা), এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুজিবনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম ফারুক (আনারস) মার্কায় নির্বাচন করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ১৮ জন , সংরক্ষিত নারী পদে ৬ জন নির্বাচন করছেন। রাত পোহালেই সোমবার সকল ৮ টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল ভোট গ্রহনকারী প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগন এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত আইনশৃখলা বাহিনী বিকেলে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে।