মোঃ আশিকুর রহমান সবুজ ভোলা সদর উপজেলা প্রতিনিধি
ভোলার ইলিশা ফাড়ির ইনচার্জ গোলাম মোস্তফার মাদকবিরোধী অভিযানে ১৩২৫পিছ ইয়াবা সহ এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে। আটকৃত যুবক কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুব পালং রোহিঙ্গা আছে কেন্দ্রের ৬নং ক্যাম্পের মোঃ হোসেন এর ছেলে হেলাল উদ্দিন। অদ্য ১৭/০৭/২০২৩ খ্রি:তারিখ সকাল ০৮:১৫ ঘটিকার সময় এস আই (নিঃ)গোলাম মোস্তফা, সঙ্গীয় এস আই(নিঃ) রবিন্দ্র নাথ সিংহ,এএসআই,মাইনুল, এএসআই,রিপন,কং,৭৭৪ জসিম, কং,৯৫৮ মোঃ শাহিন, কং,১২৭৯ শরিফ উল্লাহ, কং,৬১৮ মোঃ ফেরদৌস, কং,১১২৪ মোঃ মাসুদুর রহমান সহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষ্মীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর থেকে থেকে ১৩২৫ (তেরশত পঁচিশ ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১। মোঃ হেলাল উদ্দিন (২০), পিতা-মোঃ হোসেন আহম্মেদ, সাং-৬ নং ক্যাম্প, ই -৩ -১১,রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র, কুতুব পালং,থানা-উখিয়া,জেলা-কক্সবাজারকে ধৃত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর