শান্ত হোসেন ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারার ১২ মাইল টিকটিকি পড়া নদী ভাঙ্গন রোধ করণে স্থায়ী সমাধানের দাবিতে স্থানীয় জনগণ আজ সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া,পাবনা মহাসড়ক অবরোধ করেন। এই সময় মহাসড়কে সকল প্রকার যানবহন চলাচল বন্ধ করে রাখেন জনগন। এতে করে পাবনা, রাজশাহী, ঢাকাগামী প্রধান মহাসড়কে যানবহন চলাচল বন্ধ থাকাই যাত্রীরাও দূর্ভোগে পড়েন। পরে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড ও ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর আশ্বাসে রাস্তা অবরোধ তুলে নেয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার কারণে বারমাইল সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।