কমলগঞ্জে বিদেশী মদ ও শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৬


নিজস্ব প্রতিবেদক,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ ও শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামিসহ ৬জন আটক হয়েছেন।
সোমবার ১৭ জুলাই রাতে কমলগঞ্জের শমশেরনগর পুলিশ ফাঁড়ি পুলিশের এসআই কাশী চন্দ্র শর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে শমশেরনগর টু পীরের বাজার রোড থেকে ৮ বোতল ভারতীয় মদসহ নির্মল পাল (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নির্মল পাল শমসেরনগর ইউনিয়নের কানিহাটি চা বাগানের গির্জাপাড়া এলাকার দিলীপ পালের ছেলে। জেলার শ্রীমঙ্গল শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ আসামি গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিআর-২৭১/১৯ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামি জাবেদ মিয়া, সিআর-১৪১/২১ (কমল) মামলায় এনআই অ্যাক্ট এর ১৩৮(১) ধারায় ১ বছরের দন্ডপ্রাপ্ত আসামি জুটন দেব, দন্ডপ্রাপ্ত আসমি বুদ্ধ দেব কৃষ্ণ দাস, লিটন শীল ও সজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার ১৮ জুলাই দুুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন