মৌলভীবাজারে পুলিশের পদোন্নতি পরীক্ষা ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক,মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৩ এর ক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৩ এর কনস্টবল থেকে নায়েক ও নায়েক থেকে এএসআই (সঃ) এবং কনস্টবল থেকে এটিএসআই ও এটিএসআই থেকে টিএসআই পদে পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন সম্পন্ন হয়।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল, হবিগঞ্জ) নির্মলেন্দু চক্রবর্তী এবং পুলিশ লাইন্স এর পুলিশ লাইন্স এর আরআই, পুলিশ পরিদর্শক (সঃ) মো. আব্দুল হান্নান ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা মূল্যায়ন করেন।

শেয়ার করুন